মাদ্রাসা পরিচিতি
কতিপয় বিশেষ বৈশিষ্ট রয়েছে, যা সহজেই তাকে অন্য অনেক মাদ্রাসা থেকে পৃথক পরিচয়ে পরিচিতি দান করে। সব বৈশিষ্টের মধ্যে সম্ভবত প্রথম বৈশিষ্ট হলো, জামিয়া তার সান্তানদেরকে স্বচ্ছ ইসলামী তরবিয়াতের আলোকে গড়ে তোলে। বস্তুত, জামিয়া আলিম তৈরীর পূর্বে ‘মানুষ’ নির্মাণের উপর জোর দেয়, এবং দেশ ব্যাপী হাকডাক সম্পন্ন ব্যক্তি জন্ম দেয়ার পূর্বে মানব কাঠামোর কিছু মৌলিক উপাদান তৈরীর প্রতি গুরুত্ব
অনুচ্ছেদ-১ ধারাঃ- মাদরাসা সংক্রান্ত:(ক)মাদরাসাটির নাম: আল্-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম মৌলভীবাজার(খ)মাদরাসার সূচনা: ১৩৫৮ হিজরী মোতাবেক ১৩৪২ বাংলা ১৯৩৭ ইংরেজী (গ)মাদরাসাটি মৌলভীবাজার জেলা শহরের সদর ধানাধীন শাহ্-মোস্তফা রোডস্থ সুলতানপুর মহল্লায় নিজস্ব জমির উপর বিদ্যমান।
ধারাঃ-২ আদর্শিক দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য-উদ্দেশ্য:
(১)মাদরাসার আদর্শিক দৃষ্টিভঙ্গিঃ এই মাদরাসা কুরআন, সুন্নাহ ও সাহাবায়ে কেরামের জীবন আদর্শের আলোকে গড়ে উঠা ইসলামী ভাবাদর্শের পূর্ণ অনুসারী থাকবে। “মা আনা আলাইহি ওয়া আসহাবী” (আমি ও আমার সাহাবিরা যে মত ও পথের উপর প্রতিষ্ঠিত)-এর পূর্ণাঙ্গ অনুসরনের চেতনায় উদ্বুব্ধ তাবেঈন, তাবে-তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদীন, সুলাহায়ে উম্মত তথা আহলুস সান্নাত ওয়াল জাামতের চিন্তাধারার উপর সদা প্রতিষ্ঠিত থাকবে। সকল হকপন্থী মাজহাব ও দল-মতের প্রতি উদার ও সহনশীল মানসিকতা পোষণ করবে। আধ্যাত্নিক ধারায় সূফীবাদের অনুসরণে স্বীকৃত চার আধ্যাত্নিক ধারা যথা-চিশতিয়া, কাদেরিয়্যাহ্,নকশবন্দিয়াহ, মুজাদ্দেদিয়্যাহ ও তাদের অনুসারী কুসংস্কার মুক্ত সকল দল-মতের প্রতি উদার ও সহনশীল মোনভাব পোষণ করবে।
ধারাঃ৩ লক্ষ্য-উদ্যেশ্য:
(ক) ইসলাম ধর্মের হেফাজত, বহুল প্রচার ও প্রতিষ্ঠাকল্পে কওমী মাদরাসা শিক্ষার প্রথম স্তর হতে সর্বোচ্চস্তর পর্যন্ত বিশ্বের শ্রেষ্ঠ দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের আদর্শে শিক্ষার ব্যবস্থা করা ও ফিকহে হানাফির আলোকে চলা।
(খ) ইলমুল ওয়াহী ও উলূমে নবুয়্যতের বস্তুনিষ্ঠ জ্ঞান চর্চার লক্ষ্য হাদীস, তাফসীর, ফিকাহ, আকইদ ও তাসাউফের শিক্ষাদান। এবং এ সকল বিষয়ের সহায়ক যথা-সরফ, নাহু, বালাগাত, ফালাসাফা(দর্শন), তর্কশাস্ত্র, সমাজ-বিজ্ঞান, গণিত, ইংরেজি, ইতিহাস ও ভূগোল ইত্যাদি বিষয়ে পর্যাপ্ত শিক্ষাদান।
(গ) আল্-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম মৌলভীবাজার হতে শিক্ষা সমাপনকারীগণ যাতে স্বাবলম্বী হয়ে সমাজে সম্মানজনক জীবন-যাপন করতে পারে তজ্জন্য কম্পিউটারসহ কারিগরী, বানিজ্য ও শিল্প শিক্ষার (এমন ব্যবস্থা করা যাতে দ্বীনের মৌলিক শিক্ষার কোন ব্যাঘাত না ঘটে এবং তার মাধ্যমে সমাজে দ্বীন প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়।
মাদ্রাসার একাউন্ট নাম্বার