ছাত্র সংক্রান্তঃ
১/ অত্র মাদরাসার ছাত্রদের করণীয় বর্জনীয় বেশ কিছু বিষয় ভর্তি ফরমের অপর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে
যে গুলো ভর্তির সময় তার দৃষ্টিগোচর হবে। সে সমস্ত আইন-কানুন এবং ঐ সমস্ত নিয়মাবলী অবশ্যই মেনে চলতে হবে যা এহতেমাম এবং অন্যান্য সংশ্নিষ্ট বিভাগ সমূহ হতে জারী করা হয়।
২/ দারুল উলূম মাদরাসার ছাত্ররা কোন সংগঠন বা কোনরূপ ইসলাম বিরোধী কাজে ও প্রচলিত রাজনীতিতে অংশ গ্রহন করতে পারবে না। বিরোধিকারী বা নাফরমান ছাত্রদের কে প্রয়োজনে বহিস্কার করে দেয়া হবে।
৩/ প্রত্যেক ছাত্র কে অবশ্যই শরীয়তের পাবন্দ, রাসূল (সাঃ) এর সুন্নাতের অনুসারী ও আসলাফের আদর্শে আদর্শবান হতে হবে।